ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বজ্রসহ বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
বরিশালে বজ্রসহ বৃষ্টি বরিশালে বজ্রসহ বৃষ্টি

বরিশাল: বরিশালে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ফাল্গুনের শেষ দিকে এসে রোববার (৫ মার্চ) দুপরে হঠাৎ করেই এ বৃষ্টি শুরু হয়।

বৃষ্টিপাতের সঙ্গে মৃদু গর্জনের সঙ্গে বজ্রপাত ও শীতল বাতাস অনেকটাই ঠাণ্ডা করে দিয়েছে বরিশালের আবহাওয়া। এরই মধ্যে ঘণ্টা দু’য়েকের ব্যবধানে বরিশালে তাপমাত্রা কমে গেছে প্রায় ৮ ডিগ্রি।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বিভিন্ন স্থানে দুপুর সোয়া ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হালকা বৃষ্টিপাত হয়েছে।

বজ্রসহ এ বৃষ্টিপাতের সঙ্গে অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। বৃষ্টিপাতের আগে বরিশালে তাপমাত্রা ছিলো ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির পরে  বিকেল ৫টায় তাপমাত্রা কমে গিয়ে দাঁড়িয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার জানান, আজ প্রায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে বজ্রপাত ও শিলা বৃষ্টিও হয়েছে। মৌসুম পরিবর্তনের সময়ে এ ধরনের বৃষ্টিপাত হতেই পারে।

এদিকে বৃষ্টিপাতের কারণে ধুলোর নগরের মানুষেরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। পাশাপাশি পুরো প্রকৃতি সবুজ রঙে সেজেছে।

বরিশাল আঞ্চলিক কৃষি অফিসের উপ-পরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ জানান, এখন মূলত খেতে তেমন কোন ফসল নেই। ইরিগেশনের সময়, পাশাপাশি আম গাছেও মুকুল রয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কোন ফসলেরই ক্ষতি হবে না, তবে আরো বৃষ্টি হলে ইরি’র জন্য ভালো হতো।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএস/আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।