ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে জসিম হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
না’গঞ্জে জসিম হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার সিমেন্ট কারখানার শ্রমিক জসিমউদ্দিন চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি কাশেম আহম্মদ ওরফে সম্রাটকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৫ মার্চ) ঢাকার চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাশেম চরসৈয়দপুর এলাকার দৌলত মেম্বারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, জসিম চৌধুরীর মূল হত্যাকারী কাশেমকে সকালে ঢাকার চকবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে কিলিং মিশনে থাকা তার সহযোগী আমিনুল হক (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।