ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ফেনীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী: ফেনীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় কাউছার পাটোয়ারী (৩৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী শহরতলীর রানীহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী ইউনিয়নের মাটিয়া গোদা গ্রামের এনামুল হক পাটোয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে ফেনী যাচ্ছিলেন কাউছার। পথে শহরতলীর রানীহাটে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কাউছার। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।