রোববার (০৫ মার্চ) সকাল থেকে তিনি হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করেন। প্রতিষ্ঠানে কর্মকালীন সময়ে তিনি চিকিৎসক, সাংবাদিকসহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরাসরি ক্যাপ্টেন পদে যোগদান করেন।
চাকরিকালে তিনি এমপিএইচ এবং এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালের অধিনায়ক, ফিল্ড মেডিকেল ইউনিট অধিনায়ক, সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের স্টাফ, আমর্ড ফোসের্স মেডিকেল কলেজ ও এএমসি সেন্টার অ্যান্ড স্কুলে স্টাফ পদ উল্লেখযোগ্য।
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ওকেপি-৫ কুয়েত ও ব্যানব্যাট-৬ সুদানে জাতিসংঘ মিশনে প্রায় সাড়ে ৪ বছর কর্মরত ছিলেন। তিনি বিজিবি ও ক্যাডেট কলেজের আরএমও হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রিগেডিয়ার জেনারেল পদবীতে যোগদানের আগে ১৭ পদাতিক ডিভিশন, জালালাবাদ সেনানিবাস সিলেট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস (এডিএমএস) হিসেবে এক বছর ৬ মাস দায়িত্ব পালন করেন।
সোমবার তিনি হাসপাতালের পরিচালক পদে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক এ সেনা কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এনইউ/জেডএস