রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতপুর বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাব্বির বেলকুচি উপজেলার শালদাইড় গ্রামের মো. রঞ্জু শেখের ছেলে ও গোপরেখী টেকনিক্যাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার বিকেলে এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় সাব্বিরের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, শুক্রবার (৩ মার্চ) দুপুরে বেড়াতে যাওয়ার কথা বলে বাবার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। ওইদিন রাতে তার বাবা রঞ্জু শেখ থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ২ দিন পর রোববার যমুনায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হলো। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ