রোববার (০৫ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান উপজেলার সাজাপুর কালাইহাটা পাড়ার মৃত হাছেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছের আড়ৎ থেকে ব্যবসায়িক কাজ শেষে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল হাকিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/জেডএস