রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে চারটায় ঝড় শুরু হয়। এসময় মক্তবে পড়তে যাওয়া ওই শিশুরা আহত হয়।
শ্রীপুর ইউনিয়নের মেম্বর মাহমুদ মিয়া জানান, হঠাৎ করে দমকা বাতাস ও বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। এসময় মাঈনুদ্দিন মল্লিকের বাড়ির মক্তবে শিশুরা আরবি শিক্ষা পড়ছিল। দমকা বাসাতে মক্তবের চালা ভেঙে পড়ায় ১২ শিশু আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে এই ইউনিয়ন পরিষদের সদস্য।
এদিকে, এ ঝড়ে শ্রীপুর বাজারে নবীন মাঝি, জাকির হোসেন, মাহাতাব মেম্বার ও অন্যদের মিলিয়ে ৮/১০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ী মালেক খান।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি দোকানের চাল ঝড়ে উড়ে গেছে। এছাড়া স্থানীয় এক মেম্বারসহ শ্রীপুরের বেশ কয়েকটি গ্রামের কয়েকটি বসতঘরের চাল উড়ে গেছে। এছাড়া বিভিন্নভাবে বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. আলীমুল্লাহ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হচ্ছেন। স্থানীয় চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য বলা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, এ ধরনের ঝড়, এসময় হয়ে থাকে। তবে এর স্থায়ীত্ব দেড় মিনিট হওয়াতে ক্ষয় ক্ষতি বেশি হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএস/আরএ