রোববার (৫ মার্চ) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।
পরে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, অভিযানকালে এ বিউটি পার্লার থেকে প্রচুর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্ধ করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএম/এইচএ/