ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ড্রিম ফেয়ার বিউটি পার্লারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ময়মনসিংহে ড্রিম ফেয়ার বিউটি পার্লারকে জরিমানা

ময়মনসিংহ: ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহার করায় ময়মনসিংহে ড্রিম ফেয়ার বিউটি পার্লারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৫ মার্চ) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন।  

পরে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, অভিযানকালে এ বিউটি পার্লার থেকে প্রচুর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্ধ করা হয়।

 

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।