ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের আলোয় আলোকিত তিন গ্রাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
বিদ্যুতের আলোয় আলোকিত তিন গ্রাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো তিনটি গ্রাম। বিজয়ঘট, হাটুয়া ও গুন্দইল- এই তিন গ্রামে পল্লি বিদ্যুৎ সমিতি বৈদ্যুতিক আলো জ্বালালো।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তিন গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

বিজয়ঘট গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠছে।

দেশব্যাপী নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। এ উপজেলায়ও ব্যাপক উন্নয়ন কাজ করা হচ্ছে। যার অংশ হিসেবে গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।    
 
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি আনোয়ার হোসেন মুকুল, ডিজিএম মেশবাহুল হক, এজিএম জোবায়ের আলী বসুনীয়া, রেজাউল করিম, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ালিউল ইসলাম, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।