রোববার (০৫ মার্চ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তিন গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
বিজয়ঘট গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠছে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি আনোয়ার হোসেন মুকুল, ডিজিএম মেশবাহুল হক, এজিএম জোবায়ের আলী বসুনীয়া, রেজাউল করিম, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ালিউল ইসলাম, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/আইএ