ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় হাত বোমাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
শার্শায় হাত বোমাসহ গ্রেফতার ৪

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩টি তাজা হাত বোমাসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার ৪ করেছে পুলিশ।

রোববার (৫ মার্চ)  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোঁগা ইউনিয়নের হরিসচন্দ্রপুর গ্রাম থেকে বাঁগআচড়া ফাঁড়ির পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-শার্শার গোঁগা ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলাউদ্দিন (৩২), গোঁগা গ্রামের সামসুদ্দীনের ছেলে মফিজ উদ্দীন (৩৬), বালুন্ডা গ্রামের তোয়াক্কেলের ছেলে আক্তারুল ইসলাম (৩৮) ও হরিসচন্দ্রপুর গ্রামের জহর আলীর ছেলে লিয়াকত হোসেন (৪৬)।

পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিসচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়।

শার্শার বাঁগআচড়া ফাঁড়ির ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দিয়ে সোমবার (৬ মার্চ) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।