ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’ শীর্ষক শ্লোগানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে  স্থানীয় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে আয়োজন করা হয় মানববন্ধনের।

এরপর আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শংকর কুন্ডু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।  

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগম। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।  

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক নূরুল ইসলাম শিকদার, সমবায় কর্মকর্তা আবুল কাশেম মীর, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মতিউর রহমান বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।