রোববার (৫ মার্চ) সকালে স্থানীয় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে আয়োজন করা হয় মানববন্ধনের।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগম। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক নূরুল ইসলাম শিকদার, সমবায় কর্মকর্তা আবুল কাশেম মীর, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মতিউর রহমান বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএম/এইচএ/