ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ভিতর দিয়ে কোনো দেশকে ট্রানজিট দেওয়া হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
বাংলাদেশ ভিতর দিয়ে কোনো দেশকে ট্রানজিট দেওয়া হয়নি

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশের ভিতর দিয়ে অন্য কোনো দেশের আজ পর্যন্ত ট্রানজিট সুবিধায় পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হয়নি বলে সংসদে জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিত।

তবে ভারত ট্রান্সশিপমেন্টের সুবিধা নিয়ে পণ্য পরিবহন করে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী রোববার (০৫ মার্চ) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের উত্তরে এ সব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোনো দেশের পণ্য পরিবহনের সুযোগ অদ্যবধি দেওয়া হয়নি। তবে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিএলডাব্লিউটিটি) এর আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত থেকে পণ্য পরিবাহিত হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।