তবে ভারত ট্রান্সশিপমেন্টের সুবিধা নিয়ে পণ্য পরিবহন করে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী রোববার (০৫ মার্চ) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের উত্তরে এ সব তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোনো দেশের পণ্য পরিবহনের সুযোগ অদ্যবধি দেওয়া হয়নি। তবে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিএলডাব্লিউটিটি) এর আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত থেকে পণ্য পরিবাহিত হয়।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসকে/এমজেএফ