ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

বগুড়া: ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (০৫মার্চ) দুপুরে উপজেলার পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপতরের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।  
 
কর্মসূচিতে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, নুরজাহান আকতার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, নাজমুল কাদির শিপন, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌর কাউন্সিলর ফরিদ উদ্দিন, লাইট হাউজের ধুনট উপজেলা শাখার প্যারালিগ্যাল ওমর ফারুক উপস্থিত ছিলেন।



এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।