রোববার (৫ মার্চ) সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার তেইশ মাইল এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত আবুল হাসান শেখ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইসহাক আলী শেখের ছেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলে করে কেশবপুর যাচ্ছিলেন আবুল হাসান ও সাদ্দাম নামে দুই যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৮১১৫) তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল হাসান শেখের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
তিনি আরও জানান, একই ঘটনায় গুরুতর আহত সাদ্দাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাদ্দাম গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মোবারেক গাজীর ছেলে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ