ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ছুরিকাঘাতে যুবক হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
যশোরে ছুরিকাঘাতে যুবক হত্যা

যশোর: যশোর শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে বাপ্পা ইসলাম পাপ্পু (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বত্তরা।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পী শহরের ঘোপ নওয়াপাড়া সড়ক এলাকার মোতালেব হোসেনের ছেলে।

তিনি সৎ বাবা (মায়ের দ্বিতীয় স্বামী) রফিকুল ইসলামের সঙ্গে চায়ের দোকানদারি করতেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম নাইমুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে পাপ্পু শহরের টাউন হল ময়দানে অবস্থান করছিলেন। এ সময় চার দুর্বৃত্ত ছুরি নিয়ে বাপ্পাকে ধাওয়া করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌঁড়ে পাশের জেলা পরিষদ মার্কেটে ‘জিন্স ফ্যাশান’ নামে একটি দোকানের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। জমজমাট মার্কেটের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. ইউসুফ আলী তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের ধারণা, কারো সঙ্গে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।