রোববার (০৫ মার্চ) বিকেলে যশোরের নওয়াপাড়া পৌরসভা মিলয়াতনে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন, যশোর জেলা পরিষদের সদস্য শাহ মুরাদ আহম্মেদ ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রমুখ।
এছাড়া বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুর রহমান লিটু। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নোয়াপাড়া গ্রুপ পৌরবাসীর সেবার উদ্দেশে নিজস্ব অর্থায়নে ২৫ লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সটি কিনে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এতে দরিদ্র মানুষ খুবই উপকৃত হবে। অন্য প্রতিষ্ঠানগুলোকেও দেশের মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুর রহমান লিটু অ্যাম্বুলেন্সের চাবি পৌর মেয়র সুশান্ত কুমার দাসের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএইচ/আরবি/