ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন পল্টন এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (০৫ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।

তিনি জানান, রাতে ঝড় বৃষ্টির মধ্যে শাহবাগ থানাধীন পল্টন এলাকার রাস্তার ওপর ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবকের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার পরনে কালো রঙের গেঞ্জি ও লুঙ্গি রয়েছে বলেও জানান তিনি 

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএস/ইউএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।