রোববার (০৫ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।
তিনি জানান, রাতে ঝড় বৃষ্টির মধ্যে শাহবাগ থানাধীন পল্টন এলাকার রাস্তার ওপর ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই যুবকের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার পরনে কালো রঙের গেঞ্জি ও লুঙ্গি রয়েছে বলেও জানান তিনি
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএস/ইউএম/এএটি/