এরপরও কমছে না সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা।
পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে নগরজীবনে যাতায়াত নির্বঘ্ন করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটি করপোরেশন।
পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
সম্প্রতি সড়ক দুর্ঘটনা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন গত মাসে ঘোষণা দেন মার্চ মাসের পর থেকে লাইসেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (০৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সকাল সাড়ে ১১টায় বিআরটিএ কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত-৩ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন।
এসময় মেয়র সাঈদ খোকন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালামের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় ড্রইভিং লাইসেন্স না থাকায় সুপ্রভাত পরিবহনের দুই চালককে এক মাস করে কারাদণ্ড দেন আদালত।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সিটি সেন্টার ও দৈনিক বাংলা মোড়ে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ঢাকা জেলা আদালত।
অভিযান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বাংলানিউজকে জানান, সকাল ১০ থেকে বিকেল চারটা পর্যন্ত পরিচালিত অভিযানে সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিটনেস না থাকায় দু’টি বাস ও পাঁচটি লেগুনাকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী ২০ বছরের পুরনো গাড়ি, গাড়ির ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স এসব না থাকায় মামলা করা হয়েছে।
দিন শেষে মোট ৭৫টি মামলা করা হয়েছে ও জরিমানা করা হয়েছে ৮৭ হাজার ৪শ’ টাকা।
বিআরটিএর তথ্য মতে, ২০১০ থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার নয়শ’ ৫৫টি। তবে মহাসড়ক দাঁপিয়ে বেড়ানো অনিবন্ধিত গাড়ির সংখ্যা তার চেয়ে কম নয়। তবে মহাসড়ক দাপিয়ে বেড়ানো অনিবন্ধিত গাড়ির সংখ্যা তার চেয়ে কম নয়। এসব অনিয়ন্ত্রিত যান নিয়ন্ত্রণ করতে পারলে সড়ক নিরাপদ হবে।
**লাইসেন্সবিহীন চালক ও পুরনো গাড়ি চলবে না
বাংলাদেশ সময়:০০৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এএম/এএটি/