ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় মাদকদ্রব্যসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
বরগুনায় মাদকদ্রব্যসহ ২ যুবক আটক বরগুনায় মাদকদ্রব্যসহ ২ যুবক আটক-ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় ইয়াবা-ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (০৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন- বরগুনা শহরের ডিকেপি সড়ক এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে নয়ন ও ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে ইমাম হোসেন।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরের ডিকেপি সড়ক এলাকার মৃত আবু বকর সিদ্দিকের বাসায় অভিযান চালিয়ে তিনশ’ ৫০ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল ও দু’টি চাকু উদ্ধার ও নয়ন ও ইমামকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
আরবি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।