ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জুবলী কোয়ার্টার যেন ‘প্রদীপের নিচে অন্ধকার’!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
জুবলী কোয়ার্টার যেন ‘প্রদীপের নিচে অন্ধকার’! ভাঙাচোরা সড়ক-ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে মাত্র ১’শ গজ দূরে আকুয়া জুবলী কোয়ার্টার মোড়। এ মোড় থেকেই শুরু সদর উপজেলার আকুয়া ইউনিয়ন পরিষদ।

প্রদীপের নিচে অন্ধকারের মতোই উন্নয়নবঞ্চিত এ ইউনিয়নের জুবলী কোয়ার্টার, আকুয়া নম্বরী বাড়ি এলাকার বাসিন্দাদের জীবন।

এখানকার সড়কটা পিচের নাকি মাটির বোঝার উপায় নেই।

গোটা সড়কটা ভেঙে খানখান। বড় বড় গর্তভরা, ব্যবহার অনুপযোগী এ সড়কে অটো রিকশার মতো তিন চাকার যান চলাচলেও দফারফা অবস্থা।

বর্ষায় সামান্য বৃষ্টিতেই কোথাও কোথাও থকথকে কাদা জমে। ভারী বৃষ্টিতে হাঁটু থেকে কোমরপানিও জমে।

এখানে পানি নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা নেই। তাই বছরের পর বছর এমন দুর্ভোগ সঙ্গী করেই পথ চলতে হচ্ছে প্রায় ২০ হাজার বাসিন্দাকে।

অনেকটাই অভিন্ন চিত্র এ ইউনিয়নের আকুয়া হারুন বেপারি মোড় থেকে ফুলবাড়িয়া বাইপাস মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের।

বর্ষায় এ সড়কে মাছচাষের মতো অবস্থা হয়। ভাঙাচোরা সড়কে কাদার রাজত্বে রীতিমতো নাজেহাল হতে হয় এখানকার হাজার হাজার বাসিন্দাকে। অথচ এখান থেকে মাত্র কয়েক শ’ গজ দূরে পৌর এলাকার ঝকঝকে সড়ক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এ দু’টি সড়কের এমন চিত্র আর বাসিন্দাদের দুর্গতিই বলে দিচ্ছে ‘প্রদীপের নিচে অন্ধকার’ –এই প্রবাদটা কতো সত্য। এমন দুর্দশার মধ্যেই বসবাস করতে হচ্ছে এ ইউনিয়নের বাসিন্দাদের। ভাঙাচোরা সড়ক-ছবি: অনিক খানক্ষোভ জানিয়ে স্থানীয় রাজমিস্ত্রী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন (৩৫) বাংলানিউজকে বলেন, ‘শহর থেকে কয়েকশ’ গজ দূরে। কিন্তু প্রদীপের নিচে অন্ধকার। আমাদের কষ্ট দেখার কেউ নেই। আল্লাহই জানে এ দুর্ভোগ দূর হবে কবে!’

রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘রাস্তার সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের দুয়ারে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। এই বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এ এলাকার বাসিন্দারা অন্যান্য ইউনিয়ন থেকে পিছিয়ে রয়েছে। ’

জানা যায়, ময়মনসিংহ বিভাগে উন্নীত হবার পর সিটি কর্পোরেশন ঘোষণার অপেক্ষায় রয়েছেন এখানকার বাসিন্দারা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলে আকুয়া ইউনিয়ন এর অন্তর্ভূক্ত হবে।

ফলে এখানকার বাসিন্দাদের প্রত্যাশা, অনেক অবহেলা আর বঞ্চনা শেষে তখন উন্নয়নের সুবাতাস লাগবে তাদের ইউনিয়নেও।  

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামীলীগ নেতা মো: ইকরামুল হক টিটু দলীয় মনোনয়ন পাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত।

এলাকার বাসিন্দারা নিজেদের দীর্ঘদিনের সমস্যা নিরসনে ‘ময়মনসিংহকে বদলে দেয়া’ এই মেয়রের দ্বারস্থ হয়েছেন।

তাদের ভাষ্যে, মেয়রের নেতৃত্বেই নগরকে দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে।

মেয়র টিটু শুক্রবার (০৩ মার্চ) বিকেলে স্থানীয় আকুয়া মোড়লবাড়ি এলাকার বাসিন্দাদের সঙ্গে এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তার কাছে সড়কগুলো বেহাল দশা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার চিত্র তুলে ধরেন।

পরে তাদেরকে সঙ্গে নিয়েই বিধ্বস্ত সড়কগুলো ঘুরে দেখেন মেয়র। এলজিইডির শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলাপ করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মেয়র মো: ইকরামুল হক টিটু স্থানীয় বাসিন্দাদের বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এবং জনগণের ভোটে আমি নির্বাচিত হলে এ ইউনিয়নবাসীকে আর অবহেলিত থাকতে হবে না। তাদের প্রাপ্য নাগরিকসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। ’

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএএএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।