ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে পিকনিকের ৬টি বাসে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
গাংনীতে পিকনিকের ৬টি বাসে ডাকাতি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তার ওপর গাছ ফেলে পিকনিকের ছয়টি বাস থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা।

সোমবার (৬ মার্চ) ভোরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বাসযাত্রী গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, রোববার (৫ মার্চ) মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ থেকে ছয়টি বাস নিয়ে নঁওগার পাহাড়পুরের সোমপুর বৌদ্ধ বিহারে শিক্ষা সফর শেষে মেহেরপুরে ফিরছিল।

এরপর রাত তিনটার দিকে শুকুরকান্দি এলাকায় পৌঁছালে রাস্তায় ওপর গাছ ফেলে অস্ত্রের মুখে বাসযাত্রীদের জিম্মি করে ডাকাতরা। এসময় ডাকাতদল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতদল পালিয়ে যায়। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।