সোমবার (০৬ মার্চ) সকাল ৮টা থেকে ৫২টি নির্বাচনী কেন্দ্রের ৩১৪টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নবগঠিত এ উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে- তাজপুর, গোয়ালাবাজার, দয়ামীর, বুরঙ্গা, উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর ও উছমানপুর ইউনিয়ন পরিষদ।
এসব ইউনিয়নে এক লাখ ২৯ হাজার ৮৫৭ ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৪ হাজার ৩৮৭ জন নারী এবং ৬৫ হাজার ৪৭০ জন পুরুষ ভোটার।
উপজেলা পরিষদ গঠনের পর প্রথমেই দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী, ভোটার ও এলাকার জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যে কারণে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্রোত দেখা গেছে।
সরেজমিন সোমবার সকাল ৮টায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর পর বেলা বাড়ার সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে।
প্রিজাইডিং অফিসার মো.আফাজ উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে কেন্দ্রে ১০টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। তার এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯০ এবং মহিলা ১ হাজার ৯৫২ জন। এছাড়া কেন্দ্রে ১০ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন।
এদিকে, ৫২টি নির্বাচনী কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, ৠাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যও মাঠে রয়েছেন।
নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহন ছাড়া সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ৫২টি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ছাড়াও ৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬২৮ জন পোলিং অফিসার ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন।
এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমান (নৌকা), ময়নুল হক চৌধুরী (ধানের শীষ), শিব্বির আহমদ (লাঙল), আওয়ামী লীগের বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গয়াছ মিয়া (ধান), ফেরদৌস খান (তালা), ভাইস চেয়ারম্যান (নারী) পদে মুক্তা পারভিন (নৌকা), মুসলিমা আক্তার চৌধুরী (ধান), শারমিন আক্তার (ফুটবল) ও হুছনা বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এনইউ/এসআরএস/জেডএস