ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাত বিভাগে বৃষ্টি, কুমিল্লায় ১০৯মিমি, ঝড়-বজ্রপাতে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সাত বিভাগে বৃষ্টি, কুমিল্লায় ১০৯মিমি, ঝড়-বজ্রপাতে নিহত ২ রাজধানীতে রোববার রাতের বৃষ্টিপাত ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ‍দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের সাতটি বিভাগেরই বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এই সময়ে রাজধানী ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগেও কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘণ্টায়।

   
 
আর সবগুলো বিভাগেই বৃষ্টির সঙ্গে ছিলো দমকা হাওয়া ও বজ্রপাত।  রোববার সন্ধ্যার পর ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়।  

ভোলায় ঘুর্ণীঝড়ে এক শিশুর এবং বরিশালের আগৈলঝড়ায় বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়।  
 
সোমবার (০৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার, টাঙ্গাইলে ৩ মিলিমিটার, ফরিদপুরে ১১ মিলিমিটার, ময়মনসিংহে ১৫ মিলিমিটার, সন্দ্বীপে ৩৬ মিলিমিটার, সীতাকুণ্ডে ২৩ মিলিমিটার, রাঙ্গামাটিতে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 
এছাড়াও চাঁদপুরে ২৩ মিলিমিটার, ফেনীতে ৪ মিলিমিটার, হাতিয়ায় ২ মিলিমিটার, সিলেটে ৪ মিলিমিটার, শ্রীমঙ্গলে ২৪ মিলিমিটার, বগুড়ায় ২ মিলিমিটার, সাতক্ষীরা ও যশোরে ১ মিলিমিটার করে, কুমারখালীতে ১২ মিলিমিটার, বরিশালে ১১ মিলিমিটার ও ভোলায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
 
পটুয়াখালী, রাজশাহী, কুতুবদিয়ায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, থেমে থেমে কয়েক দিন এমন বৃষ্টিপাত চলবে।  
 
বাংলাদেশ সময় ০৯৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমআইএইচ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।