ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ‘উপ নির্বাচনে’ ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
বড়াইগ্রামে ‘উপ নির্বাচনে’ ভোটগ্রহণ চলছে

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (০৬ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ভোটাররা ৮১টি ভোট কেন্দ্রের ৫৪৪টি বুথে ভোট দিচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট দুই লাখ সাত হাজার ৩৭৬ জন ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ তিন হাজার ৯১১ জন এবং পুরুষ ভোটার এক লাখ তিন হাজার ৪৬৫ জন।

নির্বাচনে ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং এক হাজার ৮৮ জন পোলিং অফিসার কাজ করছেন।

জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি চারটি টিমে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছেন। র‌্যাবের ছয়টি টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
 
তিনি আরও জানান, ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকায় প্রশাসনের নজরদারি রয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম বাংলানিউজকে জানান, প্রত্যেক ভোট কেন্দ্রে তিন জন পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগিতায় অস্ত্রধারী দুই জন আনসার সদস্য ছাড়াও অতিরিক্ত আরও ১০ জন করে আনসার নিয়োজিত রয়েছেন।

৮১টি কেন্দ্রে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৪০৬ জন সদস্য নিয়োজিত রয়েছেন। ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের স্টাইকিং ফোর্স, মোবাইল ফোর্স ও চেকপোস্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোর্সসহ দায়িত্ব পালন করছেন।

২০১৫ সালের ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম ইন্তেকাল করেন। এরপর থেকে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।