ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এপিবিএন সদস্যের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এপিবিএন সদস্যের মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. বেল্লাল উদ্দিন (৩৫) নামে এপিবিএন’র এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

সোমবার (০৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে ‍তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের উপপরিদর্শ (এসআই) আলী আকবর বাংলানিউজকে জানান, রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বেল্লাল উদ্দিনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তার বাবার নাম মৃত. মোসলেম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।