ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় একই পরিবারের ৬ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
নেত্রকোনায় একই পরিবারের ৬ মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় একই পরিবারের ৬ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা: নেত্রকোনা শহরের পূর্ব চকপাড়া থেকে মাদকসহ মা-ছেলে-পুত্রবধূসহ একই পরিবারের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পরিবার প্রধান মোসাম্মৎ রেহেনা বেগম (৫০) ও তার তিন ছেলে আব্দুল কাইয়ূম মোল্লা (৪০), পঙ্কজ মোল্লা (৩০), মেজবাহ্ উদ্দিন রিগ্যান (৩৩) এবং তার স্ত্রী ফেরদৌসি আক্তার শরীফা (৩০) ও মো. সেলিম মিয়া (৪০)।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চকপাড়ায় অভিযান চালানো হয়।

এসময় আটকদের বাড়িতে তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।