যদিও আবহাওয়া অফিস জানাচ্ছে, এখনই পুরোপুরি স্বস্তি পাওয়ার সুযোগ নেই লিচু চাষিদের। কেননা আগামী সপ্তাহে ঠিকই ঝড়-বৃষ্টি হানা দিতে পারে দিনাজপুরে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর হোসেন বাংলানিউজকে বলেন, ১১ ও ১২ মার্চ ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। আর এজন্য লিচু চাষিদের আগাম পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আবহাওয়ার এমন পূর্বাভাসে লিচু চাষিদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। সকালে সদর উপজেলার লিচু গ্রাম নামে খ্যাত মাসিমপুরের লিচু চাষি মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এখন গাছে গাছে সবে মুকুল এসেছে। তাই ঝড় আর শিলা বৃষ্টি হলে আমাদের পথে বসতে হবে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
জেডএম/