ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১৪ উপজেলা ও ৪ পৌর নির্বাচন চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
১৪ উপজেলা ও ৪ পৌর নির্বাচন চলছে

ঢাকা: দলীয় প্রতীকে দেশের ১৪টি উপজেলা পরিষদ ও চারটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

যেসব উপজেলায় বিভিন্ন পদে নির্বাচন চলছে সেগুলো হলো- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর।

আর যেসব পৌরসভায় বিভিন্ন পদে নির্বাচন চলছে, সেগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদ।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।