ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় নেপালি নাগরিক গৌরাঙ্গ রোসান, বাংলাদেশের এসএস কার্গোর চেয়ারম্যান মিলন শিকদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার (এসি) গোলাম সাকলাইন রোববার (০৫ মার্চ) ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

সোমবার (০৬ মার্চ) চার্জশিটটি আদালতে উপস্থাপনের কথা রয়েছে।

আদালতের ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান বিষয়গুলো বাংলানিউজকে জানান।

প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০১৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ বিমানের একটি কার্গো হোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করে কাস্টমস ও বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।  

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ৬ ডিসেম্বর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭/আপডেট: ১৩১৬ ঘণ্টা
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।