মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার (এসি) গোলাম সাকলাইন রোববার (০৫ মার্চ) ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
সোমবার (০৬ মার্চ) চার্জশিটটি আদালতে উপস্থাপনের কথা রয়েছে।
আদালতের ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান বিষয়গুলো বাংলানিউজকে জানান।
প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
২০১৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ বিমানের একটি কার্গো হোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করে কাস্টমস ও বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ৬ ডিসেম্বর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭/আপডেট: ১৩১৬ ঘণ্টা
এমআই/জেডএস