ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান- ছবি ও ভিডিও- দিপু মালাকার
ঢাকা: ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
সোমবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১২টার পর এ অভিযান শুরু হয়।
ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী মেজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগমের নেতৃতে পরিচালিত অভিযানে উপস্থিত রয়েছেন ডিএসসিসির সার্ভেয়ার মো. আলমগীর হোসেন।
সার্ভেয়ার আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত (দুপুর ১টা) ফিটনেসবিহীন ৫টি গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএ/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।