ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় পাট দিবস উদযাপন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
খুলনায় জাতীয় পাট দিবস উদযাপন খুলনায় জাতীয় পাট দিবস উদযাপন/ছবি: বাংলানিউজ

খুলনা: দেশের অন্যান্য স্থানের মতো প্রথমবাবেরর মতো খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপিত হয়েছে।

সোমবার (০৬ মার্চ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, পাট পণ্য প্রদর্শনী, মোবাইল কোর্ট পরিচালনা এবং চলচ্চিত্র প্রদর্শনী।  

খুলনা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।  

এবারের পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গবেষণায় পাটের জন্ম রহস্য উদ্ভাবন একটি বড় সাফল্য। ফলে পাট শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
 
তিনি বলেন, বাংলাদেশের সোনালি আঁশ ছিল পাট। পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট পণ্যের ব্যবহার বহুবিধ করতে হবে। দেশের ভেতরে পাটের ব্যবহার নিশ্চিত করে বিদেশে পাট পণ্য রফতানি বাড়াতে হবে। পাট শিল্পকে আধুনিকায়ন করে খুলনাকে পাটের নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুট মিলস খুলনাঞ্চলের সভাপতি শফিকুল ইসলাম, ক্রিসেন্ট জুট মিলের উপ মহাব্যবস্থাপক আব্দুল কালাম হাজারী এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল লতিফ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান শরিফ মোহাম্মদ ফজলুর রহমান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক ম. জাভেদ ইকবাল, পাট অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল করিমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পাট ব্যবসায়ীরা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।