ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
চাঁদপুরে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে মুনতাহা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের নিউ ট্রাক রোডস্থ খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মুনতাহা শহরের আল-আমিন মডেল মাদরাসার শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে। সে আল-আমিন স্কুলের কলেজের ১০ম শ্রেণির ছাত্রী।

মুনতাহার আত্মীয় ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে কোনো এক সময় ঘরের বারান্দায় কাপড় টানানোর জিআই তার আর বিদ্যুতের তার কোনোভাবে এক হয়ে যায়। সকালে মুনতাহা বারান্দায় থাকা জিআই তারে টানানো তার স্কাফ আনতে যায়।

এসময় সে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে মুনতাহার মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।