মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ডেকে আনা হয়। এর আগে সোমবার (০৬ মার্চ) রাতেই কামালের মা আছিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করে তারাকান্দা থানা পুলিশ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, সোমবার রাতেই মোস্তফা কামালের বাড়ি রেইড করা হয়।
বিস্ফোরক ও জঙ্গিবাদ সম্পৃক্ত বই খোঁজা হয়। কামালের সঙ্গে পরিবারের সম্পৃক্ততা রয়েছে কীনা তাও খতিয়ে দেখা হয়। কিন্তু প্রাথমিকভাবে মনে হয়েছে পরিবারের সদস্যরা ইনোসেন্ট। তাদেরকে আটক করা হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএএএম/জেডএস