ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার (০৬ মার্চ) তিনটি উপজেলা পরিষদের সাধারণ এবং ১১টি উপজেলা পরিষদের ও ৪টি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের তিনটি সাধারণ নির্বাচনে ৪৮ দশমিক ৩৩ শতাংশ এবং পৌরসভার উপ-নির্বাচনগুলোতে ৬৪ দশমিক ৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মাঠ পর্যায় থেকে নির্বাচন কর্মকর্তাদের পাঠানো ফলাফল বিশ্লেষণ করে মঙ্গলবার (০৭ মার্চ) এ তথ্য জানায় ইসি।
যেসব উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর।
যেসব উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- বাগেরহাটের মোরেলগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া, কিশোরগঞ্জের হোসেনপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার ঈশ্বরদী, নাটোরের বড়ইগ্রাম, পাবনার সুজানগর, কুমিল্লার আদর্শ সদর, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরিশালের গৌরনদী ও বানারীপাড়া।
এছাড়া যেসব পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- টাংগাইলের সখীপুর, পটুয়াখালীর গলাচিপা, রাজশাহীর আড়ানী ও বগুড়ার শেরপুর।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
ইইউডি/জেডএস