ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে দোকান কর্মচারীকে জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
না’গঞ্জে দোকান কর্মচারীকে জেল-জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জাল দলিল ও জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে আব্দুর রহমান নামে এক দোকান কর্মচারীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সময়ে দু’টি ওষুধের দোকান ও দু’টি ফটোস্ট্যাট দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে হাজী খলিল ফটোস্ট্যাস্ট নামের একটি দোকানে বসে জাল দলিল ও জাল স্ট্যাম্প তৈরি করতেন দোকানটির কর্মচারী আব্দুর রহমান।

এছাড়া হাসপাতালের বিপরীতে অবস্থিত এসিল্যান্ড অফিসে মিউটেশন ও পর্চা করিয়ে দেওয়ার কথা বলেও আব্দুর রহমান প্রতারণা করতেন।

মঙ্গলবার দুপুরে এসব খবর জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে ওই দোকানে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানকে ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী দ‍ুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮৬০ এর ৫১ ধারা অনুযায়ী তিন হাজার টাকা ও ৪৪ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া পার্শ্ববর্তী হাসান ফটোস্ট্যাটকে দুই হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসীকে তিন হাজার টাকা, শরীফ সার্জিক্যালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।