ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িলে টিনশেডে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
কুড়িলে টিনশেডে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাক‍ায় একটি টিনশেড ঘরের অগ্নিকাণ্ডে দগ্ধ শাহজাহান খলিফা (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢামেকের বার্ন ইউনিটে ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার (০৭ মার্চ) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার স্ত্রী বিউটি বেগম ও স্বজনরা পাশে ছিলেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (২৬ ফেব্রুয়ারি) কুড়িল এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগে। পরে শাহজাহান ও তার ছেলে নয়নকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে কিশোর নয়নকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এজেএস/ওএইচ/

** রাজধানীতে টিনশেড ঘরে আগুন, কিশোরের মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।