ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

আর্মি স্টেডিয়ামে চলছে জয় বাংলা কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
আর্মি স্টেডিয়ামে চলছে জয় বাংলা কনসার্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে এই কনসার্টের আয়োজন। ছবি: জিএম মুজিবুর

আর্মি স্টেডিয়াম থেকে: ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে রাজধানীর কুর্মিটোলার আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। কনসার্টে এবারও শোনানো হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণ। এরপর গাওয়া হবে মুক্তিযুদ্ধকালের আগুনঝরা গানগুলো।

মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ কনসার্ট। চলবে রাত ১১টা পর্যন্ত।

আগের দু’বছরের মতো তৃতীয় বারের মতো এ কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। সহযোগিতায় রয়েছে ইয়ং বাংলা।  
 
এবারের কনসার্ট মাতাতে মঞ্চে আটটি জনপ্রিয় ব্যান্ড দল গাইবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আগুনঝরা গানগুলো। ব্যান্ডগুলো হচ্ছে- ওয়ারফেইজ, নেমেসিস, শিরোনামহীন, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট ও শূন্য।  চলছে কনসার্ট।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমক্রিপটিক ফেইট গাইবে ‘মুক্তির একি পথ সংগ্রাম’, আর্বোভাইরাস ‘ওরে শোন রে তোরা শোন’, শূন্য ‘আজ রণ সাজে’, চিরকুট ‘নোঙর তোলো তোলো’, নেমেসিস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, লালন ‘রক্ত চাই’, শিরোনামহীন ‘জন্ম আমার ধন্য হলো’ এবং ওয়ারফেইজ গাইবে ‘বিজয় নিশান’।

জানা যায়, এবারে ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এই আয়োজন সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করতে পারছেন। এছাড়া অনলাইনেও সরাসরি জয়বাংলা কনসার্ট দেখা যাচ্ছে।
 
১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি স্মরণে ২০১৫ সাল থেকে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টের পাশাপাশি ইয়ং বাংলা দেশের তরুণসমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার’।  
 
জয় বাংলা কনসার্টের প্রথম বছরের আয়োজনে অংশ নেয় ওয়ারফেইজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, নেমেসিস ও আর্বোভাইরাস। আর দ্বিতীয়বারের আয়োজনে অংশ নেয় ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, লালন, নেমেসিস, শূন্য এবং আর্বোভাইরাস।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।