জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারিতে ভেজাল পণ্য উৎপাদনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮৭ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংসদে জানিয়েছেন।
মঙ্গলবার (০৭ মার্চ) সরকারিদলের সদস্য নিজাম উদ্দিন হাজারির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বিএসটিআই ১৫৪টি পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। চলতি বছর জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের সংখ্যা ১১৫টি। যাতে মামলা হয়েছে ১৭০টি। এছাড়া ১৫৬টি সার্ভিল্যান্স টিম পরিচালনা করে ৭০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ৮৭ লাখ ৪২ হাজার টাকা। পাশাপাশি চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ সিলগালা করা হয়েছে ২টি কারখানা। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল পণ্য।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসকে/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।