মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আসলাম শরীয়তপুর জেলার সুরেশ্বর এলাকার ইব্রাহীম খানের ছেলে।
অন্য শ্রমিকদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক পঞ্চমী গোস্বামী বলেন, খানপুর ব্যাংক কলোনি এলাকার শফি উদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত আসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এএটি/আইএ