ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

শিবচরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
শিবচরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে উপজেলার মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজিয়া উপজেলার চরজানাজা ইউনিয়নের খবির বেপারির স্ত্রী।


 
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাজিয়া। এ সময় মালেরহাট থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ফার্মেসিতে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।