মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে উপজেলার মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজিয়া উপজেলার চরজানাজা ইউনিয়নের খবির বেপারির স্ত্রী।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাজিয়া। এ সময় মালেরহাট থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ফার্মেসিতে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আইএ