ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
সিলেটে ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা সিলেটে ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা-ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ৪২ জুয়াড়িকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ মার্চ) নগরীর কাজিরবাজার মৎস্য আড়ৎ থেকে আটকের পর বিকেল ৫টায় তাদের জেল-জরিমানা করা হয়।

আটকের পর ক্বীনব্রিজ এলাকায় জনসম্মুখে তাদের মধ্যে তিনজনকে জরিমানাসহ সাজা ও বাকিদের একশ’ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম ও সাজ্জাদুল হাসান।

আটকদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর হাজি সেকেন্দর আলীর ভাই হাজি জাহাঙ্গীরসহ দু’জনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একমাস দণ্ডপ্রাপ্ত অন্যজন হলেন, বিল্লাল মিয়া। সেইসঙ্গে তাদের আরও দুইশ’ টাকা জরিমানা করা হয়। ১৫ দিন দণ্ডপ্রাপ্ত হন রবিন্দ্র মালাকার।

এছাড়া অন্যদের একশ’ টাকা করে জরিমানা করা হয়। তাদের মধ্যে ১৭ জনের নাম পাওয়া গেছে, নাজমুল, নোমান, জলিল, জুয়েল, উস্তার, শফিক, রুমেল, বাচ্চু, শফিক, ইসকন্দর, এমএ হাদি, খালেক, সেলিম, মিজান, আব্দুল কাদির, মুহিদ, মুজিবুর, সেলিম। তারা জরিমানা দিয়ে তাৎক্ষণিক ছাড়া পান এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠায় পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, মৎস্য আড়তে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এমন অভিযোগে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ৪২ জনকে জেল-জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এনইউ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।