ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মতিঝিলে বাবা-ছেলে গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
মতিঝিলে বাবা-ছেলে গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের গুলিতে বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাদের গুলি করে পালিয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ বাবার নাম শামসুল হক (৫৮) ও ছেলে আশরাফুল হক (২৮)। বাবা পরিকল্পনা মন্ত্রণালয়ের এজির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। আর ছেলে ধর্ম মন্ত্রণালয়ে অ্যাকাউন্স সেকশনে কর্মরত। তাদের বাসা সবুজবাগ বাসাবোতে।

বাবা শামসুল হক জানান, রিকশাযোগে তারা যাচ্ছিলেন। হঠাৎই চার-পাঁচজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের নামিয়ে গুলি করেন।

বাবার দুই পায়ে ও হাতে গুলি লেগেছে আর ছেলে পিঠের নিচে গুলিবিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭/আপডেট ১৯১১
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।