ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ থেকে ৫৫ কেজি গাঁজাসহ আটক ১১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নারায়ণগঞ্জ থেকে ৫৫ কেজি গাঁজাসহ আটক ১১ নারায়ণগঞ্জ থেকে ৫৫ কেজি গাঁজাসহ আটক ১১ -ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে এক নারীসহ ১১ জন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) রাত থেকে মঙ্গলবার (০৭ মার্চ) দুপুর পর্যন্ত মহানগরের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড়ের পাশে চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার নাছিরের স্ত্রী বিউটি আক্তার, কুমিল্লার দেবীদ্বার এলাকার শহিদুল ইসলামের ছেলে কামরুল হাসান মুন্না, কুমিল্লা সষিধর এলাকার মালেকের ছেলে সোলেয়ামান, সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার সোলেয়ামনের ছেলে মানিক, কুমিল্লার বাক শিমুল এলাকার হাকিমের ছেলে নাঈম, সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকার সামছুদ্দিনের ছেলে সাইদুর, ফতুল্লা থানাধীন চাদমারী এলাকালার জলিলের ছেলে আলেফ, চাদমারী এলাকার বাসিন্দা শরীফ, আমির হোসেন, তুহিন ও বাবুল।

নারয়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক নারীসহ ছয়জনকে আটক কর‍া হয়।

পরে ডিবির অন্য একটি টিম ফতুল্লা থানাধীন চাঁদমারী এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।