ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিবান্ধায় বাসচাপায় ভ্যান চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
হাতিবান্ধায় বাসচাপায় ভ্যান চালক নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বাসচাপায় আশরাফ হোসেন (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের আট যাত্রী।

মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের বড়খাতা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফ উপজেলার প‍ূর্ব সারডুবি গ্রামের বাসিন্দা।

হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, বিকেলে যাত্রী নিয়ে হাতিবান্ধা থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিলেন আশরাফ। পথে বড়খাতা রেলগেট এলাকায় এলে বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ব্যাটারি চালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আশরাফ নিহত হন। এ সময় ভ্যানে থাকা আট যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিবান্ধা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।