ময়মনসিংহ: ভেজাল ও মেযাদোত্তীর্ণ কসমেটিকস ব্যবহার করায় ময়মনসিংহের জিলা স্কুল মোড় এলাকার সাজুবি বিউটি পার্লারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রচুর কসমেটিকস জব্দ করা হয়।
মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম এ জরিমানা করেন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৩৮, ৫১ ধারা অনুযায়ী ওই বিউটি পার্লারকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমএএএম/এএটি/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।