মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদরপুর ইউপির আসমতপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জ্যোতি আমরুলবাড়ি ডাঙ্গারপাড় গ্রামের জগদিশ চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে ডাঙ্গারপাড় থেকে ভ্যানে করে বদরগঞ্জ যাচ্ছিলেন জ্যোতি। পথে আসমতপাড়ায় এলে একটি পাওয়ার টিলারের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. ইসতিয়াক আহম্মেদ মৃত ঘোষণা করেন।
এদিকে পাওয়ার টিলারের চালক পালিয়ে গেলেও টিলারটি জব্দ করা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আইএ