ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মতলব উত্তরে ৫ মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
মতলব উত্তরে ৫ মাছ ব্যবসায়ীর কারাদণ্ড মতলব উত্তরে ৫ মাছ ব্যবসায়ীর কারাদণ্ড-ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে ১৮ মণ জাটকাসহ আটক পাঁচ মাছ ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম তাদের এ কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব উত্তর উপজেলার খোরশেদ আলম (৩৫), ছানাউল্লাহ (৪৫), নজরুল ইসলাম (৩৫), রুবেল (২০) ও আল-আমিন (২৭)।

এদের বাড়ি উপজেলার মোহনপুর ও জোখালী গ্রামে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র জানান, দণ্ডপ্রাপ্ত এসব জাটকা ব্যবসায়ীরা জাটকাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে তাদের আটক করে পুলিশ। পরে সেখান থেকে একটি পিকআপভ্যানসহ ১৮ মণ জাটকা জব্দ কর‍া হয় বলেও জানান এসআই সুফল চন্দ্র।

ইউএনও মো. মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাজাপ্রাপ্তদের বিকেলেই জেলা কারগারে ও জব্দকৃত জাটকাগুলো চাঁদপুরে জেলা প্রশাসকের নির্ধারিত কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।