ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিসিকের অভিযানে ৪০টি সাইন বোর্ড অপসারণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
সিসিকের অভিযানে ৪০টি সাইন বোর্ড অপসারণ সিসিকের অভিযানে ৪০টি সাইন বোর্ড অপসারণ-ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অভিযানে ৪০টি বক্স সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) দিনভর নগরীতে অভিযান চালিয়ে বক্স সাইনবোর্ড, বিলবোর্ড ও শপসাইন অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজজান।

অভিযানকালে নগরীর জিন্দাবাজারের শুকরিয়া মার্কেটের সামনে রাস্তা থেকে জিন্দাবাজার লতিফ সেন্টার পর্যন্ত তিনটি বড় বিলবোর্ড ও ছোট-বড় ৪০টি বক্স সাইনবোর্ড, শপ সাইন অপসারণ করা হয়।

জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন মার্কেট ঘেঁষে লাগানো ‘লোটো’র দুটি বড় বিলবোর্ড, ‘এপেক্স’ এর একটি বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করা হয়। অনুমোদন না নিয়ে বিলবোর্ডগুলো লাগানোয় অপসারণ করা হয়েছে, জানায় সিসিক সূত্র।

এছাড়াও অভিযানকালে জিন্দাবাজার এলাকার বৈদ্যুতিক খুঁটিতে লাগানো বক্স সাইনবোর্ড এবং বিভিন্ন দোকানের সামনে লাগানো অননুমোদিত সাইনবোর্ড অপসারণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, ট্যাক্সেশন অফিসার আবদুল আজিজ, লাইসেন্স অফিসার হেলাল উদ্দিন।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বাংলানিউজকে বলেন, মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত জিন্দাবাজার এলাকার সৌন্দর্যহানি ঘটিয়েছে এসব বিলবোর্ড ও সাইনবোর্ড।   অবৈধভাবে লাগানো এসব বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণে অভিযান অব্যাহত রাখা হবে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।