ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে প্রস্তাবিত নৌ-টার্মিনাল এলাকা পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
আশুগঞ্জে প্রস্তাবিত নৌ-টার্মিনাল এলাকা পরিদর্শন আশুগঞ্জে প্রস্তাবিত নৌ-টার্মিনাল এলাকা পরিদর্শন-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রস্তাবিত ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ টার্মিনাল’ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ-ভারতের প্রতিনিধি দল।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে প্রতিনিধি দলটি উপজেলার চরচারতলা এলাকায় প্রস্তাবিত দেশের দ্বিতীয় বৃহত্তম এ টার্মিনাল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বাংলাদেশের পক্ষে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-মহাপরিচালক ডিএম মজুমদার, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী মাঈদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাজিদুর রহমান, আশুগঞ্জ বন্দর পরিদর্শক মো. শাহ আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলের সে দেশের পানিসম্পদ ও নদী উন্নয়ন মন্ত্রণালয়ের পরার্মশক প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী জিতেন্দ্র কুমার, বিশেষজ্ঞ বিনোদ কুমার।

আশুগঞ্জ বন্দর পরিদর্শক মো. শাহআলম বাংলানিউজকে জানান, চলতি বছরেই শুরু হচ্ছে আশুগঞ্জ আভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের কাজ। প্রকল্পটির জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। জমি অধিগ্রহণ শেষে শুরু হবে নির্মাণ কাজ। প্রকল্পটি আরো আগেই শুরুর কথা থাকলেও নানা জটিলতার কারণে বিলম্ব হয়েছে। তবে প্রকল্পটির ব্যয়ও অনেক বাড়বে বলেও জানান তিনি।

আশুগঞ্জে প্রায় ৩০ একর জমির উপর দেশের দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বন্দর উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে-আশুগঞ্জ বন্দরে তিনটি আন্তর্জাতিক মানের কনটেইনার টার্মিনাল জেটি, কাস্টমস অফিস, বিআইডব্লিউটিএ অফিস, স্থল বন্দরের অফিস, ক্রেন ইয়ার্ড, ওয়্যার হাউজ, ইলেক্ট্রিক সাব-স্টেশন, ট্রাক ইয়ার্ড, রেস্ট হাউজসহ অন্যান্য আবশ্যিক স্থাপনা নির্মাণ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।