মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে তেজগাঁও থানা পুলিশ সংবাদ পেয়ে পূর্ব তেজতুরি বাজারের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।
পরিবারিক সূত্রে জানা যায়, অর্পা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে যে কোনো সময় গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি ফাঁস দেয়। আমরা সংবাদ পেয়ে তার মরদেহ শায়িত অবস্থায় উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই জাকির।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এজেডএস/ইউএম/এএটি/এমজেএফ